Friday, August 22, 2025

মার্চের শুরুতেই দেশে ফিরেছে গত বছরের করোনার স্মৃতি। প্রায় সব রাজ্যেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা আমির খান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে।

দিন তিনেক আগেই উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁর মায়ের কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এখন মালাবার হিলের বর্ষায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ্য, ১১ মার্চ উদ্ধব ঠাকরে এবং তাঁর স্ত্রী রেশমি ঠাকরে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বলে খবর।

আরও পড়ুন-মমতার মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে রেশন’-এর ধাঁচে দিল্লিতে চালু হচ্ছে নয়া প্রকল্প

৫৬ বছর বয়সী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও করোনা আক্রান্ত হন। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই খবর নিশ্চিত করেছেন আমিরের মুখপাত্র। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম-বিধিও মেনে চলছেন। পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া, কয়েকদিনের মধ্যে যাঁরা আমিরের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানানো হচ্ছে। আপাতত সুস্থ রয়েছেন আমির খান। সে ভাবে কোনও গুরুতর সমস্যা দেখা যায়নি। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, রণবীর কাপুরও।

১৪ মার্চ ৫৬ বছরে পা দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেদিন তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও সরে দাঁড়ানোর কোথাও বলেছিলেন আমির। জানিয়েছিলেন, এবার থেকে ভবিষ্যত প্রোজেক্টের সমস্ত আপটেড তাঁর প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version