Monday, December 1, 2025

ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রাজীবের চিঠি কমিশনে

Date:

Share post:

পুরুলিয়ায় জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের পর এবার প্রশ্নের মুখে ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন ৷

ডোমজুড় কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এবার প্রশ্ন তুলেছেন ওই কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থীর মনোনয়ন নিয়ে। শুধুই আপত্তি জানানো নয়, তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ECI) চিঠিও দিলেন রাজীব।

কমিশনে পেশ করা অভিযোগে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, হাওড়ার ডোমজুড়ে কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থীর নাম কল্যাণ ঘোষ (Kalyan Ghosh)। এই নামেই তিনি প্রচার করছেন। অথচ কমিশনে দাখিল করা হলফনামায় উনি নিজেই নিজের নাম লিখেছেন ‘কল্যানেন্দু ঘোষ’। এখানেই শেষ নয়, ওই হলফনামায় কল্যানেন্দু ঘোষ বলেই তিনি সাক্ষরও করেছেন। যে স্ট্যাম্পপেপারে উনি হলফনামা দিয়েছেন, সেটিও কেনা হয়েছে কল্যাণ ঘোষের নামে।
কমিশনে জমা দেওয়া অভিযোগ-পত্রে রাজীবের দাবি, ডোমজুড়ের তৃণমূল প্রার্থী প্রচার ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন, দেওয়াল লিখন, ইলেকট্রনিক মাধ্যমের প্রচারে ওই প্রার্থী নিজের নাম লিখছেন কল্যাণ ঘোষ। অথচ ওনার নাম যে তা নয়, সেটা নিজেই বলেছেন হলফনামায়৷
ফলে তৃণমূল প্রার্থী তাঁর পরিচয় নিয়ে মিথ্যা-তথ্য পেশ করেছেন কমিশনের কাছে। এই ধরনের মিথ্যাচার কমিশনের আইনের পরিপন্থী। আর সে কারনেই কল্যাণ ঘোষের প্রার্থীপদ বাতিল করা হোক।

আরও পড়ুন:প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রই হবে একতলায়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

প্রসঙ্গত, পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (Election Commission)৷ কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান উজ্জ্বল কুমার৷ সিঙ্গল বেঞ্চ ওই মনোনয়ন গ্রহণ বৈধ বললেও ডিভিশন বেঞ্চ কমিশনের সিদ্ধান্তই বহাল রাখে৷ এর জেরে ওই আসনে এক নির্দল প্রার্থীকে সমর্থন করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস।

এবার প্রশ্ন তোলা হলো তৃণমূলের ডোমজুড় কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন নিয়ে৷

Advt

spot_img

Related articles

এখানে স্লোগান নয়: শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের কণ্ঠরোধের ‘হুমকি’ মোদির!

বিহার নির্বাচনের অজুহাত দিয়ে বিরোধী দলগুলির মুখবন্ধ করার পন্থা যে স্বৈরাচারী মোদি সরকার বরাবর নিয়ে আসে, তার ব্যতিক্রম...

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর...

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন - বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে...

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...