Tuesday, May 13, 2025

প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রই হবে একতলায়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

Date:

আর দুদিন পরেই শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন।  প্রথম দফা ভোটের আগেই বাংলা সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।  বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই সুনীল অরোরা জানান, এবার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র হবে একতলায়। দেশে আবারও করোনার প্রকোপ বাড়ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রে কোভিড বিধি পুরোপুরি মানতে হবে বলেও জানিয়েছে কমিশন। এদিন সুনীল অরোরা আরও জানিয়েছেন, রাজ্যে বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য ২০৯ জন সাধারণ পর্যবেক্ষক থাকবেন। এছাড়া ৫৪ জন পুলিশ পর্যবেক্ষককে দায়িত্বে রাখা হবে। শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে বদ্ধপরিকর কমিশন। এদিন সুনীল অরোরা আরও একবার জানিয়ে দিয়েছেন, সিভিক পুলিস, গ্রিন পুলিস ভোটগ্রহণ কেন্দ্রে কোনও দায়িত্বে থাকবে না। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিল কমিশন। ভোটের আগে সন্ত্রাস দমনেও কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

তবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কিন্তু প্রথম দফা ভোটের আগে গেলেন উত্তরবঙ্গ সফরে। অসম থেকে ফিরে সোজা শিলিগুড়িতে হাজির হন তাঁরা। এর পরই উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে আলোচনা করে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কোভিড পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা আসল চ্যালেঞ্জ। এদিনও সেকথা শোনা গেল সুনীল অরোরার মুখে।

Related articles

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের...
Exit mobile version