Wednesday, November 5, 2025

বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও রাজ্যসভায় পাস দিল্লি বিল, ক্ষুব্ধ কেজরিওয়াল

Date:

লোকসভায়(Loksabha) পাস হয়েছিল আগেই, অবশেষে রাজ্যসভায় পাস হয়ে গেল বহুচর্চিত দিল্লি বিল(Delhi bill)। আর এই বিলকে কেন্দ্র করে বিরোধীদের বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়ে উঠল রাজ্যসভা(rajya sabha)।

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে একাধিক ক্ষেত্রে শাসন ক্ষমতার রাশ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। যেটুকু নির্বাচিত সরকারের হাতে থাকে সেখানেই এবার ঢুকতে চায় কেন্দ্রীয় সরকার। দিল্লির নির্বাচিত সরকার নাকি লেফ্টন্যান্ট গভর্নর, কে বেশি ক্ষমতা ধরে রাখবেন দিল্লির বুকে? এই প্রশ্নেই ‘গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি’ (সংস্কার) সংক্রান্ত অ্যাক্ট সংসদে পেশ হয়। এই বিলকে কেন্দ্র করে শুরু থেকেই বিরোধিতা জানিয়ে এসেছিল দেশের বিরোধী দলগুলি। বিলটির তীব্র বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিল পেশের আগে অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) জন্য নিজের সমর্থন বার্তাও পাঠিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:ভোটের মুখে সামান্য কমলো পেট্রোল-ডিজেলের দাম!কলকাতায় কত জানেন?

তবে লোকসভার পর এদিন রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয়ে যায় এই বিল। তবে বিলটি পাস হয়ে গেলেও কংগ্রেস এবং আরজেডি এই বিলের তীব্র বিরোধিতা করে। রাজ্যসভায় বিলটির প্রতিবাদে মুখর হয়ে ওঠে তৃণমূলও। ওয়েলে নেমে প্রতিবাদ জানান কংগ্রেসের সাংসদরা। যাঁদের নেতৃত্বে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের দুঃখের দিন। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, যাতে মানুষের হাতে মানুষের ক্ষমতা থাকে। বাধা যেমনই হোক। আমরা তা পেরিয়ে ভালো কাজ করব। আমরা থামব না, আমরা গতি কমাবো না। পাশাপাশি আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, বিজেপি দিল্লির ভোটে পর পর ২ বার হেরেছে, এর ফলে তারা এই বিলের হাত ধরে দিল্লি শাসন করতে চাইছে।

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version