বাঘমুণ্ডি থেকে তিনি বললেন, “এই গরমের মধ্য সবাই এসেছেন। সবার মাথার ওপরে ত্রিপল দিতে পারিনি। পুরুলিয়াতে জলের সমস্যা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত বছরেও কিছু করতে পারেনি। আমরা ক্ষমতায় এলে তার সমাধান করব। ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করব।”
আরও পড়ুন-জঙ্গলমহলে ভোট প্রচারে মিঠুনকে ঘিরে উন্মাদনা বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে
অমিত শাহ আরও বলেন, “এই সরকার রোজগার দিতে পারেনি। রোজগারের জন্য বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে। ‘স্কিম’ চাইলে মোদিজিকে ভোট দিন। আর ‘স্ক্যাম’ চাইলে মমতাকে ভোট দিন। এ বার আপনারা ভাবুন স্কিম চান, না স্ক্যাম চান। মমতা কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের ৫ লক্ষ টাকা বাংলার মানুষকে দিতে দেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সবাই এই সুবিধা ”
এর আগেও মোদি-শাহ প্রত্যেকটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। তার পাল্টা উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী।