‘দেশের হয়ে নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই’ বললেন প্রসিদ্ধ

অভিষেক ম‍্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা( prasidh krishna)। প্রথম একদিনের ( ODI) ম‍্যাচে নিয়েছেন ৪ উইকেট। দলের সুযোগ পাওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন একাধিক প্রশ্নের উত্তর দিলেন প্রসিদ্ধ।

এদিন প্রসিদ্ধ বলেন, “ক্রিকেট খেলার জন্য পাগল ছিলাম আমি। সেই খিদেটাই আমাকে তাতিয়ে দেয়। বোলিং আমাকে উত্তেজিত করে। প্রতিদিন বল হাতে দৌড়ে যেতে পছন্দ করি।”

প্রথম ম্যাচেই রেকর্ড। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসা। জীবনে আরও শিখতে চান প্রসিদ্ধ। এখানেই থামতে রাজি নন। তিনি বলেন, “ফের ফিরে যাব শেখার জগতে। টেকনিকে উন্নতি করার চেষ্টা করব। জুটি ভাঙার কারিগর হয়ে উঠতে চাই লম্বা সময়ের জন্য।”

আরও পড়ুন:চোটের কারণে এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন শ্রেয়স

Advt