Friday, November 14, 2025

ম্যাজিক সংখ্যা পেরোবে তৃণমূল, বলছে সি-ভোটারের সর্বশেষ সমীক্ষা

Date:

চলতি সপ্তাহেই শুরু হয়ে যাবে বাংলা (bengal) বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট। আটদফার ভোটপর্ব শেষে ২ মে ফলপ্রকাশ। তার আগে বুধবার সি-ভোটারের (c-voter) সর্বশেষ ওপিনিয়ন পোলের (opinion poll) ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই (tmc)। বিজেপির (bjp) আসনসংখ্যা অনেকটাই বাড়লেও ম্যাজিক ফিগার অধরাই থেকে যাবে বলে জানাচ্ছে এই সমীক্ষা। সমীক্ষায় উঠে এসেছে, শতাংশের বিচারে তৃণমূল পাবে ৪২ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ও সংযুক্ত মোর্চা পেতে পারে ১৩ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট।

সংখ্যার নিরিখে সমীক্ষার ফল অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৮ টা আসন। বিজেপি পেতে পারে ১০৪ থেকে ১২০ টা আসন। বাম-কং-আইএসএফ জোট পেতে পারে ১৮ থেকে ২৬ টা আসন। অন্যান্যরা পেতে পারে শূন্য থেকে ২ টি আসন। জনমত সমীক্ষায় উঠে এসেছে, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হবে এটা বলেছেন ৪৫ শতাংশ মানুষ। বিজেপি জিততে পারে বলছেন ৩৭ শতাংশ। বাম-কং-আইএসএফ জিততে পারে মনে করেন ১১ শতাংশ মানুষ। অন্য দল জিততে পারে বলছেন ২ শতাংশ মানুষ। ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে বলছে ১ শতাংশ মানুষ ও বলতে পারব না বলে জানিয়েছেন ৪ শতাংশ মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ, এমন বলছেন ৫২ শতাংশ মানুষ, দিলীপ ঘোষের কথা বলেছেন ৩২ শতাংশ। সমীক্ষায় দেখা গিয়েছে, ক্ষুব্ধ হয়ে সরকার পাল্টাতে চাই বলছেন ৪৩ শতাংশ, ক্ষুব্ধ কিন্তু সরকার পাল্টাতে চাই না বলছণ ৪২ শতাংশ মানুষ। ক্ষুব্ধ নই, সরকার পাল্টাতেও চাই না, এমন বলছে ১৫ শতাংশ মানুষ।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version