বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন

খায়রুল আলম, ঢাকা

দুই জন ভিন্ন সময়ের মানুষ, কিন্তু উভয়ই ইতিহাস রচনা করেছেন। নিজের জনগণের ভাগ্য পরিবর্তন করেছেন, দুই জনই আততায়ীর হাতে নিহত হয়েছেন। একজন অহিংসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশ রাজত্বের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। অপরজন ভাষা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠায় সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায় এককভাবে যুদ্ধ করেছেন। একজন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অপরজন ভারতের মহাত্মা গান্ধি বা বাপু। এই দুই কালজয়ী মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর। ভারতে এর আগেই চালু হলেও এবার বাংলাদেশে এই জাদুঘর উদ্বোধন করা হলো। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেছেন।

এই জাদুঘরে দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে। এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে কিছু দিন রাখার পর শিল্পকলা একাডেমিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

Advt

Previous articleমোদি বিরোধী বিক্ষোভ, চট্টগ্রামে মাদ্রাসা ছাত্র পুলিশ সংঘর্ষে নিহত ৪
Next articleদিনহাটার বিজেপি নেতার ময়নাতদন্তের রিপোর্টেও ইঙ্গিত আত্মহত্যার