কাজে এলো না কে এল রাহুলের( Kl rahul) শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি( virat kohli), কে এল রাহুলের দুরন্ত রানও জয়ের মুখ দেখতে পারল না টিম ইন্ডিয়াকে। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেট জিতল ইংল্যান্ড। সিরিজের ফলাফল ১-১।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে ভারতীয় দল। ভারতের দুরন্ত ব্যাটিং বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থের। ৬৬ রান করেন কোহলি। ১০৮ রান করেন রাহুল। পন্থ করেন ৭৭ রান। ইংল্যান্ডে হয়ে দুটি করে উইকেট নেন টপলি এবং টম কুরান। একটি করে উইকেট নেন সাম কুরান এবং আদিল রাশিদ।

জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে দুরন্ত ব্যাটিং ব্রিস্ট্রো এবং বেন স্টোকসের। ১২৪ রান করেন ব্রিস্টো। স্টোকস করেন ৯৯ রান। ৫৫ রান করেন জেসন রয়। ভারতের হয়ে দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন:শতরান করে অভিনব সেলিব্রেশন রাহুলের
