ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন মমতা

রাত পোহালেই রাজ্যের পাঁচ জেলায় প্রথম দফার ভোট। তার আগেও জেলায় জেলায় রোড শো, সভা করছেন সব দল। বাংলার মসনদে বসা যে অতটা সহজ নয়, তা হারে হারে টের পাচ্ছে গেরুয়া শিবির। এদিকে আজ, শুক্রবার পশ্চিম মেদিনীপুরে মেগা শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরা, দাসপুর ও চন্দ্রকোণায় তিন তিনটে সভা করেন তিনি। চেনা সুরেই এদিন বিজেপি ও সিপিআইএম-কে কটাক্ষ করেন তিনি। শুক্রবারের দাসপুরের সভা থেকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, আগামী পাঁচদিন নন্দীগ্রামেই থাকবেন তিনি।

মমতার নজরে নন্দীগ্রাম। তাঁর ‘লাকি’ জায়গা এটি। তাই এখান থেকেই ২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরই নন্দীগ্রামে আগে থেকেই থাকার বন্দোবস্ত করে রেখেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবরে জানা গেছে, রবিবারই নন্দীগ্রামে পৌঁছবেন মমতা। সোমবার ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। নন্দীগ্রামের একাধিক জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর। এরপর দ্বিতীয় দফার ভোটের দিন নন্দীগ্রামেই থাকবেন তিনি।

Advt

 

Previous articleআমার জীবনের প্রথম আন্দোলন মুক্তিযুদ্ধ, যার জন্য জেলেও যেতে হয়: মুজিব শতবর্ষে মোদি
Next articleশতরান করে অভিনব সেলিব্রেশন রাহুলের