Friday, May 9, 2025

শ্রাবন্তীর রোড শো ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ায়, পুলিশ-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

Date:

রঘুনাথপুরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো কে ঘিরে ধুন্ধুমার। অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগ উঠল নায়িকার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রঘুনাথপুরে বিজেপির রোড শো। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রাবন্তীর রোড শোয়ের সঙ্গী ছিলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। কিন্তু পুলিশ সূত্রে খবর, হেলিকপ্টার নামার অনুমতি থাকলেও রোড শো-এর জন্য কোনও অনুমতি ছিল না। ফলে অনুমতি না থাকায় রঘুনাথপুর শহরে ঢোকার মুখে থানার সামনে দুই তারকার রোড শো আটকে দেয় পুলিশ। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সাংসদের। তারপর পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়।

বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। তবে লাঠিচার্জের কথা পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, রঘু্‌নাথপুরে রোড শো করার কোনও অনুমতি ছিল না বিজেপির।

পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীদের আক্রমণে রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী গুরুতর জখম হন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ ক্ষতিয়ে দেখা অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন- ভোটে জিতলেই হেলিকপ্টার, আইফোন, রোবটের প্রতিশ্রুতি এই প্রার্থীর

 

Related articles

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...
Exit mobile version