Monday, August 25, 2025

শ্রাবন্তীর রোড শো ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ায়, পুলিশ-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

Date:

রঘুনাথপুরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো কে ঘিরে ধুন্ধুমার। অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগ উঠল নায়িকার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রঘুনাথপুরে বিজেপির রোড শো। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রাবন্তীর রোড শোয়ের সঙ্গী ছিলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। কিন্তু পুলিশ সূত্রে খবর, হেলিকপ্টার নামার অনুমতি থাকলেও রোড শো-এর জন্য কোনও অনুমতি ছিল না। ফলে অনুমতি না থাকায় রঘুনাথপুর শহরে ঢোকার মুখে থানার সামনে দুই তারকার রোড শো আটকে দেয় পুলিশ। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সাংসদের। তারপর পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়।

বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। তবে লাঠিচার্জের কথা পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, রঘু্‌নাথপুরে রোড শো করার কোনও অনুমতি ছিল না বিজেপির।

পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীদের আক্রমণে রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী গুরুতর জখম হন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ ক্ষতিয়ে দেখা অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন- ভোটে জিতলেই হেলিকপ্টার, আইফোন, রোবটের প্রতিশ্রুতি এই প্রার্থীর

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version