Friday, November 7, 2025

আদি বিজেপিদের নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আলাদা মঞ্চ গড়লেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাতি!

Date:

প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে বিজেপির (BJP) অন্দরের বিদ্রোহ অব্যাহত। রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। কিন্তু আদি-নব্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব থামার কোনও লক্ষন নেই। প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবার নির্দল (Independent) হয়ে ভোটে দাঁড়াচ্ছেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বিজেপির সাধারণ সম্পাদক অলোক সেন (Alok Sen)। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি (Dabgram Phoolbadi) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন। সেখানে আবার তৃণমূল প্রার্থী রাজ্যের হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব।

শিখা চট্টোপাধ্যায়কে বিজেপি ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অলোক সেন। তাঁর দাবি, বছরের পর বছরে দলের হয়ে কাজ করে থাকলেও, যাঁরা অন্য দল থেকে এসে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদেরকেই বেছে বেছে প্রার্থী করা হচ্ছে। এর পিছনে মুকুল রায়ের (Mukul Roy) হাত রয়েছে বলেও দাবি করেন আলোক সেন।

তিনি আরও বলেন, “দলবদলুদের নিয়ে জঘন্য প্রার্থী তালিকার জন্য রাজ্যজুড়ে বিজেপির ফল খারাপ হবে। এবার রাজ্যে বিধানসভা ভোটে আদি বিজেপির প্রায় ১৭০ জন নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন। এমনকি এই ১৭০ জন প্রার্থীকে নিয়ে আলাদা একটি মঞ্চও তৈরি হচ্ছে। এই মঞ্চকে নেতৃত্ব দেবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) নাতি শুভঙ্কর মুখোপাধ্যায়।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version