Thursday, August 28, 2025

তিনমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ছত্তীসগড়ের চুয়ান্ন বছরের এক ব্যক্তি। প্রতিস্থাপনযোগ্য হৃদপিন্ডের আবেদন করেও সাড়া পাননি। হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়েই এসেছিল। এই পরিস্থিতিতে যান্ত্রিক পদ্ধতিতে হৃদপিন্ড সচল রাখার জন্য শহরে এই প্রথম একটি সফল অস্ত্রোপচার করেন কলকাতার চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর তাঁরা জানান, “আপাতত সুস্থ আছেন রোগী। প্রতিস্থাপনযোগ্য হৃদপিণ্ডের জন্য অপেক্ষা করে বসে থাকার অবস্থা, অনেকটাই বদলাল।” চিকিৎসকদের সঙ্গে সঙ্গে কলকাতায় এধরণের রোগ নিরাময়ের উপায়ও এখন অনেকটাই সহজ হল।

এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত এক চিকিৎসক জানান, “রোগীর হৃদপিণ্ড কাজ করা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। জরুরি পরিস্হিতিতে প্রতিস্থাপনযোগ্য হৃদপিণ্ডের জন্য আবেদন করেও সাড়া মেলেনি। “এমতাবস্থায় কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীকে ভর্তি করা হয়। এরপর তাঁর শরীরে একটি যন্ত্র বসিয়ে কৃত্রিম পদ্ধতিতে হৃদপিণ্ড চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীর পরিবারের সঙ্গে আলোচনা করে এ ক্ষেত্রে হার্টমেন্ট-২ নামে একটি কৃত্রিম ‘হার্ট পাম্প’ রোগীর শরীরে বসানোর তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দিল্লি থেকে আনানো হয় যন্ত্র। গত সোমবার সকালে অস্ত্রোপচার সফল হওয়ায় রোগী তাঁর জীবন ফিরে পান। চিকিৎসকদের দাবি, কৃত্রিম এই পাম্প পাঁচ থেকে দশ বছর ভালোভাবে কাজ করতে পারে। রোজকার হাঁটাচলা , কাজ করা বা গাড়ি চালানোর কোনও সমস্যা হয় না। তবে বেল্ট পরে নিয়মিত স্নান খাওয়া করতে পারলেও সাঁতার কাটা যায় না।

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version