বিজেপির আবেদনের ভিত্তিতে বুথকর্মী নিয়মে বদলের বিরোধিতা করে এদিন সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। সেখানেই কুনাল ঘোষ বলেন, ‘কারা আলোচনা করেছিলেন? কেন্দ্রীয় সরকারকে বলে প্রভাব খাটিয়ে তারপরে ইলেকশন কমিশনকে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিতে? আপনারা একটু অপেক্ষা করুন পরের টেপটা না হয় আমাদের তরফ থেকে প্রকাশ করা হবে।’ এরপরই তিনি বলেন, ‘এই আলোচনাটা করেছিলেন মুকুল রায় ও শিশির বাজোরিয়া।’ শীঘ্রই সেই অডিও টেপ আপনারা পেয়ে যাবেন বলে জানান কুনাল ঘোষ। পাশাপাশি, বুথকর্মীর নিয়ম বদল প্রসঙ্গে কমিশনকে তোপ দাগার পাশাপাশি কুনাল ঘোষ বলেন, শুধুমাত্র বিজেপির দেউলিয়া রাজনীতির কারণেই এই নিয়ম আনা হয়েছে। ওদের বুথে বসানোর লোক নেই। তাই বুথ কর্মীর নিয়ম বদলে বাইরে থেকে লোক এনে এইসব করছে। একইসঙ্গে কমিশন যদি এই নয়া নিয়ম বদল না করে এ ক্ষেত্রে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন সুব্রত মুখোপাধ্যায়।