Monday, August 25, 2025

টেপের পাল্টা টেপ: তৎকাল বিজেপি নেতার অডিও প্রকাশের চ্যালেঞ্জ কুণালের

Date:

কোনরকম সর্বদলীয় বৈঠক ছাড়াই এবারের নির্বাচনে বুথকর্মী বসানোর নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন(election commission)। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বুথকর্মী হতে গেলে সেই বুথের বাসিন্দা হওয়াটা আর বাধ্যতামূলক নয়। কোনরকম আলোচনা ছাড়া এই নিয়ম বদলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee) ও কুণাল ঘোষ(Kunal Ghosh)। সরাসরি অভিযোগ তোলা হলো শুধুমাত্র বিজেপি সুবিধা করে দিতেই এই নিয়ম লাগু করা হয়েছে। পাশাপাশি কাদের আলোচনার ভিত্তিতে কমিশনের তরফে এই নিয়ম লাগু করা হয়েছে তার অডিও ক্লিপ প্রকাশ করা হবে বলেও এদিন জানিয়ে দেন কুণাল ঘোষ।

বিজেপির আবেদনের ভিত্তিতে বুথকর্মী নিয়মে বদলের বিরোধিতা করে এদিন সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। সেখানেই কুনাল ঘোষ বলেন, ‘কারা আলোচনা করেছিলেন? কেন্দ্রীয় সরকারকে বলে প্রভাব খাটিয়ে তারপরে ইলেকশন কমিশনকে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিতে? আপনারা একটু অপেক্ষা করুন পরের টেপটা না হয় আমাদের তরফ থেকে প্রকাশ করা হবে।’ এরপরই তিনি বলেন, ‘এই আলোচনাটা করেছিলেন মুকুল রায় ও শিশির বাজোরিয়া।’ শীঘ্রই সেই অডিও টেপ আপনারা পেয়ে যাবেন বলে জানান কুনাল ঘোষ। পাশাপাশি, বুথকর্মীর নিয়ম বদল প্রসঙ্গে কমিশনকে তোপ দাগার পাশাপাশি কুনাল ঘোষ বলেন, শুধুমাত্র বিজেপির দেউলিয়া রাজনীতির কারণেই এই নিয়ম আনা হয়েছে। ওদের বুথে বসানোর লোক নেই। তাই বুথ কর্মীর নিয়ম বদলে বাইরে থেকে লোক এনে এইসব করছে। একইসঙ্গে কমিশন যদি এই নয়া নিয়ম বদল না করে এ ক্ষেত্রে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন সুব্রত মুখোপাধ্যায়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version