Tuesday, August 26, 2025

টেপের পাল্টা টেপ: তৎকাল বিজেপি নেতার অডিও প্রকাশের চ্যালেঞ্জ কুণালের

Date:

কোনরকম সর্বদলীয় বৈঠক ছাড়াই এবারের নির্বাচনে বুথকর্মী বসানোর নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন(election commission)। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বুথকর্মী হতে গেলে সেই বুথের বাসিন্দা হওয়াটা আর বাধ্যতামূলক নয়। কোনরকম আলোচনা ছাড়া এই নিয়ম বদলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee) ও কুণাল ঘোষ(Kunal Ghosh)। সরাসরি অভিযোগ তোলা হলো শুধুমাত্র বিজেপি সুবিধা করে দিতেই এই নিয়ম লাগু করা হয়েছে। পাশাপাশি কাদের আলোচনার ভিত্তিতে কমিশনের তরফে এই নিয়ম লাগু করা হয়েছে তার অডিও ক্লিপ প্রকাশ করা হবে বলেও এদিন জানিয়ে দেন কুণাল ঘোষ।

বিজেপির আবেদনের ভিত্তিতে বুথকর্মী নিয়মে বদলের বিরোধিতা করে এদিন সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। সেখানেই কুনাল ঘোষ বলেন, ‘কারা আলোচনা করেছিলেন? কেন্দ্রীয় সরকারকে বলে প্রভাব খাটিয়ে তারপরে ইলেকশন কমিশনকে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিতে? আপনারা একটু অপেক্ষা করুন পরের টেপটা না হয় আমাদের তরফ থেকে প্রকাশ করা হবে।’ এরপরই তিনি বলেন, ‘এই আলোচনাটা করেছিলেন মুকুল রায় ও শিশির বাজোরিয়া।’ শীঘ্রই সেই অডিও টেপ আপনারা পেয়ে যাবেন বলে জানান কুনাল ঘোষ। পাশাপাশি, বুথকর্মীর নিয়ম বদল প্রসঙ্গে কমিশনকে তোপ দাগার পাশাপাশি কুনাল ঘোষ বলেন, শুধুমাত্র বিজেপির দেউলিয়া রাজনীতির কারণেই এই নিয়ম আনা হয়েছে। ওদের বুথে বসানোর লোক নেই। তাই বুথ কর্মীর নিয়ম বদলে বাইরে থেকে লোক এনে এইসব করছে। একইসঙ্গে কমিশন যদি এই নয়া নিয়ম বদল না করে এ ক্ষেত্রে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন সুব্রত মুখোপাধ্যায়।

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version