Saturday, January 17, 2026

দক্ষিণ কাঁথিতে তৃণমূলের EVM- কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনে

Date:

Share post:

প্রথম দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শনিবার তৃণমূলের তরফে অভিযোগ আনা হয় কাঁথি-দক্ষিণ কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের EVM হ্যাক ( Hack) করা হয়েছে৷ ভোটাররা যে প্রতীকেই ভোট দিন, সব ভোট নথিভুক্ত হচ্ছে বিজেপির বাক্সে৷ ওই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কাঁথির মাজনা হাই মাদ্রাসা এলাকায়। পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)৷ বুথ ঘিরে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তদন্তে নামে কমিশন ( Election Commission)৷ একই অভিযোগ ওঠে সংলগ্ন কয়েকটি বুথেও। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে EVM- কারচুপি করেছে।

তবে মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার এই অভিযোগ মানতে চাননি৷ তিনি জানান, “এমন অভিযোগ ভিত্তিহীন৷ পোলিং এজেন্টরা বুথেই রয়েছেন। তারা সব খতিয়ে দেখেছেন”। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বুথের প্রিসাইডিং অফিসার তৃণমূলের পোলিং এজেন্টকে বলেন, তাদের পছন্দ অনুসারে যে কোনও ৫ জন ভোটারকে ডেকে পাঠাতে৷ তবে তারা যেন ইতিমধ্যেই ভোট না দিয়ে থাকেন৷ সেই মতো তৃণমূলের পোলিং এজেন্ট নিয়ে আসেন ৫ জন ভোটারকে৷ সব নিয়ম মেনে ওই ৫জন ভোট দেন৷ ভোট দেওয়ার পর তারা জানান, ঠিক জায়গাতেই ভোট পড়েছে। কোনও অভিযোগ নেই৷ তবে একটি ক্ষেত্রে ভিভিপ্যাটে কিছু সমস্যা থাকায় সেটি বদল করা হয়৷ এর পরই কমিশনের তরফে জানানো হয়েছে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। EVM সঠিক ভাবেই কাজ করছে৷ অভিযোগকারীরাও তা মেনে নিয়েছে৷ তৃণমূলের অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে এমন ঘটনা কিছুতেই সম্ভব নয়

Advt

spot_img

Related articles

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...

ডাকটিকিটে দেব! আবেগে আপ্লুত অনুরাগীরা

সাংসদ-অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের...

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানে কলেজের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ! উত্তেজনা ঝাড়গ্রামে

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবস্থিত মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে...

কসবার বিশ্বাসপাড়ায় বাড়িতে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

খাস কলকাতাতেই ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কসবার বিশ্বাসপাড়ায় একটি বাড়ির নীচের ঘরে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ হয়।...