Friday, December 26, 2025

দক্ষিণ কাঁথিতে তৃণমূলের EVM- কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনে

Date:

Share post:

প্রথম দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শনিবার তৃণমূলের তরফে অভিযোগ আনা হয় কাঁথি-দক্ষিণ কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের EVM হ্যাক ( Hack) করা হয়েছে৷ ভোটাররা যে প্রতীকেই ভোট দিন, সব ভোট নথিভুক্ত হচ্ছে বিজেপির বাক্সে৷ ওই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কাঁথির মাজনা হাই মাদ্রাসা এলাকায়। পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)৷ বুথ ঘিরে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তদন্তে নামে কমিশন ( Election Commission)৷ একই অভিযোগ ওঠে সংলগ্ন কয়েকটি বুথেও। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে EVM- কারচুপি করেছে।

তবে মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার এই অভিযোগ মানতে চাননি৷ তিনি জানান, “এমন অভিযোগ ভিত্তিহীন৷ পোলিং এজেন্টরা বুথেই রয়েছেন। তারা সব খতিয়ে দেখেছেন”। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বুথের প্রিসাইডিং অফিসার তৃণমূলের পোলিং এজেন্টকে বলেন, তাদের পছন্দ অনুসারে যে কোনও ৫ জন ভোটারকে ডেকে পাঠাতে৷ তবে তারা যেন ইতিমধ্যেই ভোট না দিয়ে থাকেন৷ সেই মতো তৃণমূলের পোলিং এজেন্ট নিয়ে আসেন ৫ জন ভোটারকে৷ সব নিয়ম মেনে ওই ৫জন ভোট দেন৷ ভোট দেওয়ার পর তারা জানান, ঠিক জায়গাতেই ভোট পড়েছে। কোনও অভিযোগ নেই৷ তবে একটি ক্ষেত্রে ভিভিপ্যাটে কিছু সমস্যা থাকায় সেটি বদল করা হয়৷ এর পরই কমিশনের তরফে জানানো হয়েছে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। EVM সঠিক ভাবেই কাজ করছে৷ অভিযোগকারীরাও তা মেনে নিয়েছে৷ তৃণমূলের অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে এমন ঘটনা কিছুতেই সম্ভব নয়

Advt

spot_img

Related articles

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...