Saturday, July 19, 2025

দক্ষিণ কাঁথিতে তৃণমূলের EVM- কারচুপির অভিযোগ খারিজ নির্বাচন কমিশনে

Date:

Share post:

প্রথম দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শনিবার তৃণমূলের তরফে অভিযোগ আনা হয় কাঁথি-দক্ষিণ কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের EVM হ্যাক ( Hack) করা হয়েছে৷ ভোটাররা যে প্রতীকেই ভোট দিন, সব ভোট নথিভুক্ত হচ্ছে বিজেপির বাক্সে৷ ওই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কাঁথির মাজনা হাই মাদ্রাসা এলাকায়। পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)৷ বুথ ঘিরে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তদন্তে নামে কমিশন ( Election Commission)৷ একই অভিযোগ ওঠে সংলগ্ন কয়েকটি বুথেও। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে EVM- কারচুপি করেছে।

তবে মাজনা হাই মাদ্রাসার ৭১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার এই অভিযোগ মানতে চাননি৷ তিনি জানান, “এমন অভিযোগ ভিত্তিহীন৷ পোলিং এজেন্টরা বুথেই রয়েছেন। তারা সব খতিয়ে দেখেছেন”। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই বুথের প্রিসাইডিং অফিসার তৃণমূলের পোলিং এজেন্টকে বলেন, তাদের পছন্দ অনুসারে যে কোনও ৫ জন ভোটারকে ডেকে পাঠাতে৷ তবে তারা যেন ইতিমধ্যেই ভোট না দিয়ে থাকেন৷ সেই মতো তৃণমূলের পোলিং এজেন্ট নিয়ে আসেন ৫ জন ভোটারকে৷ সব নিয়ম মেনে ওই ৫জন ভোট দেন৷ ভোট দেওয়ার পর তারা জানান, ঠিক জায়গাতেই ভোট পড়েছে। কোনও অভিযোগ নেই৷ তবে একটি ক্ষেত্রে ভিভিপ্যাটে কিছু সমস্যা থাকায় সেটি বদল করা হয়৷ এর পরই কমিশনের তরফে জানানো হয়েছে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। EVM সঠিক ভাবেই কাজ করছে৷ অভিযোগকারীরাও তা মেনে নিয়েছে৷ তৃণমূলের অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে এমন ঘটনা কিছুতেই সম্ভব নয়

Advt

spot_img

Related articles

এসএলএসটি নিয়োগ: সেপ্টেম্বরেই পরীক্ষার প্রস্তুতিতে চিঠি

একের পর এক নিয়োগের পরীক্ষায় আইনি বাধা। তবে এবার এসএলএসটি (SLST) নিয়োগের পরীক্ষার বাধা পেরিয়ে পরীক্ষার প্রস্তুতি স্কুল...

রোহিঙ্গা নিয়ে বিরোধী দলনেতার প্রবল মিথ্যাচার: তথ্য তুলে ফাঁস তৃণমূলের

এ যেন গল্পের গরু গাছে চড়া! বাংলায় নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা! নির্বাচন কমিশনে ও বাংলার মানুষের সামনে ক্রমাগত...

অধ্যক্ষের ঘরে বসে ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র প্লট! প্রকাশ্যে ওড়িশার ভিডিও

ওড়িশার কলেজ ছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছিল অভিযুক্ত অধ্যাপকই আত্মহত্যার প্ররোচিত...

অভিজিৎ সরকার হত্যা মামলা: ৬ জনের জামিন, জেল হেফাজতে ৪

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শুক্রবার জামিন পেলেন ছয় অভিযুক্ত। সেই সঙ্গে জেল হেফাজতের (judicial custody) নির্দেশ...