‘দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূর্ণ হল’, মতুয়া তীর্থক্ষেত্র ওড়াকান্দিতে এসে জানালেন মোদি

বাংলাদেশ(Bangladesh) সফরের দ্বিতীয় দিনে মতুয়া তীর্থক্ষেত্র ওড়াকান্দিতে এসে পৌছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে পুজো দেন তিনি। পাশাপাশি তিনি কথা বলেন মতুয়া সম্প্রদায়ের(Matuya) মানুষের সঙ্গে। পাশাপাশি এদিন মতুয়া সম্প্রদায় তরফের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে আসার দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূর্ণ হল।

এদিন মতুয়া সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারতের হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ ওড়াকান্দি এসে যেমন অনুভব করে আমিও ঠিক তেমন অনুভব করছি। এই পবিত্র দিনের অপেক্ষা আমার বহু দিনের। ২০১৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে আমি যখন বাংলাদেশে আসি তখনই আমি এখনে আসার ইচ্ছে পোষণ করেছিলাম। আমার সেই প্রত্যাশা ও কামনা আজ পূর্ণ হলো। আমি নিয়মিতভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের থেকে ভালোবাসা ও স্নেহ পেয়েছি।’

এর পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরেরও প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘সংসদে শান্তনু ঠাকুর আমার সহযোগী। আমার থেকে বয়সে ছোট হলেও তাঁর থেকে অনেক কিছু শিখেছি।’ বড়মা প্রসঙ্গেও এদিন প্রধানমন্ত্রী বলেন, আজ আমি নিয়মিতভাবে হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের থেকে ভালবাসা পেয়েছি। পশ্চিমবঙ্গের বড়মার স্নেহ মায়ের মতো। পশ্চিমবঙ্গের ঠাকুরনগর থেকে বাংলাদেশের ঠাকুরবাড়ি পর্যন্ত একই রকমের শ্রদ্ধা রয়েছে। একই রকমের অনুভূতি রয়েছে। আমি ১২০ কোটি ভারতবাসীর তরফে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।