টোকিও অলিম্পিক্সে কমতে চলেছে অতিথিদের সংখ্যা

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) কমতে চলেছে অতিথিদের সংখ্যা । শনিবার এমনটাই জানাল টোকিও অলিম্পিক্স আয়োজক সংস্থা।   নির্বাচিত অতিথির পাশাপাশি খুব প্রয়োজনীয় লোকজন ছাড়া আর কেউই এ বার ডাক পাবেন না এই হাই ভোল্টেজ টুর্নামেন্টে।

এদিন আইওসি (IOC) এক বিবৃতিতে জানিয়েছে, “আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কার্যকরী বোর্ড ঠিক করেছে, গেমসের ক্ষেত্রে যাঁরা অত্যন্ত জরুরি ভূমিকা নেবেন, শুধু তাঁদেরই অ্যাক্রিডিটেশন দেওয়া হবে।”

আগেই বিদেশি দর্শক ধোকার নিষেধাজ্ঞা জারি করেছে আয়োজক সংস্থা। এবার অতিথিদের সংখা কমানোর সিদ্ধান্ত নিল তারা। অলিম্পিক্স মানেই অসংখ্য মানুষের জড়িয়ে থাকা। এবার পাল্টে যাবে চেনা অলিম্পিক্সে চেনা ছবি। করোনার কারণেই এমন সিদ্ধান্ত নিল আয়োজক সংস্থা।

আরও পড়ুন:সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড গড়লেন কুলদীপ

Advt

Previous articleকরোনার আরও এক টিকা ‘কোভোভ্যাক্স’-এর ট্রায়াল শুরু হল ভারতে
Next articleটেপের পাল্টা টেপ: তৎকাল বিজেপি নেতার অডিও প্রকাশের চ্যালেঞ্জ কুণালের