ভেস্তে গেল প্রচার! শুভেন্দুকে লক্ষ্য করে নন্দীগ্রামে বিক্ষোভ

সোমবার ভেস্তে গেল নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভোট প্রচার। শুভেন্দুর গাড়ি নন্দীগ্রামের আসাদতলায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন এই প্রার্থী। তাঁর গাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে ওই দুষ্কৃতীরা। ফলে ভেস্তে যায় শুভেন্দুর এদিনে প্রচার।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার বিকেলে নন্দীগ্রামের আদাসতলায় একটি নির্বাচনী সভা করার কথা ছিল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। কিন্তু তাঁর গাড়ি সভা দিকে এগোতেই একটি সরু গলির মধ্যে মাঝরাস্তায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন বিক্ষোভকারী। শুভেন্দুর কনভয়টিকে দু’দিক থেকেই আটকানোর চেষ্টা করে তারা। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে রীতিমত ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায় । বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভেন্দু অধিকারীর গাড়ি এবং গোটা কনভয় সেখান থেকে বের করে নিয়ে যান পুলিশ বাহিনী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গোটা ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদেরই হাত রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা স্থানীয় মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

Advt

Previous articleদিনহাটাকাণ্ডের মিথ্যা ফাঁস, নাকখত দিয়ে ক্ষমা চাক বিজেপি: কুণাল
Next articleবেগতিক বুঝেলেই কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের