দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়াল করোনা, আক্রান্ত অনুর্ধ্ব ১০ বছরের ৪৭০ শিশু

দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু হয়েছে ৩১২ জনের।

এর পাশাপাশি আর এক ভয়ঙ্কর তথ্য, করোনা-র কোপে এবার শিশুরাও৷ চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। রিপোর্ট বলছে, অনুর্ধ্ব ১০ বছরের শিশুদের মধ্যেও বাড়ছে সংক্রমণ৷

করোনার (Coronavirus) নতুন স্ট্রেন থাবা আরও ধারালো করেছে৷ সরকারি তথ্য বলছে, বেঙ্গালুরুতে ৪৭০ জনের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বেঙ্গালুরুতে ১০ বছরের কম বয়সী ২৪৪ জন ছেলে এবং ২২৮ জন মেয়ের শরীরে আঘাত হেনেছে এই ভাইরাস। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের আশঙ্কা, শিশুদের করোনাভাইরাসের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে।এর কারণ ব্যাখ্যা করে বিশেষজ্ঞরা বলেছেন, বেশিরভাগ সময়ই শিশুরা বাইরে যাচ্ছে, খেলছে, লোকজনের সঙ্গে সহজ মেলামেশাও করছে।বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন স্ট্রেনে অপেক্ষাকৃত বেশি প্রভাব ফেলছে শিশুদের শরীরে ।

আরও পড়ুন-আজ বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৬২৪। দেশে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৭৬২ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লখ ৮৬ হাজার ৩১০। দেশে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৫২। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৭৮২ জন।

পরিস্থিতি ফের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দেশবাসীকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ‘মন কী বাত’-এর ৭৫ তম পর্বে দেশবাসীর উদ্দেশে মোদি বলেছেন, “করোনা টিকা নিলেও বিধি মেনে চলতে হবে।”

Advt

Previous articleআজ বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
Next articleসেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়ি পুড়ে ছাই