আজ বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

অবশেষে খানিকটা হলেও গরমের জ্বালা মিটতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৩৯ শতাংশ। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রবিবারের পর থেকে জেলায় জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-প্রচারের শেষ ধাপে আজ নন্দীগ্রামে রোড-শো মমতার

আজ কোথায় কত তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আসানসোলে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি, বাঁকুড়ায় ৩৮.৭ ডিগ্রি, ব্যারাকপুরে তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রিতে,বহরমপুরে ৩৭.৪ ডিগ্রি, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৬ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩৬ ডিগ্রি, কোচবিহারে তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ২০.২ ডিগ্রি, ডায়মন্ডহারবারের তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৫ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩৪.৪ ডিগ্রি, কালিম্পঙে ২৪ ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৬ ডিগ্রি, মালদায় ৩৫.৪ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রিতে, পানাগড়ে ৩৬.৬ ডিগ্রি, সল্টলেকে ৩৫.৪ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৬.৬ ডিগ্রি।

পশ্চিমী হিমালয়ে আঘাত হানতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিরপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ পশ্চিমী বায়ুর কারণে ২৯ থেকে ৩১ মার্চের মধ্যে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advt

Previous articleপ্রচারের শেষ ধাপে আজ নন্দীগ্রামে রোড-শো মমতার
Next articleদ্বিতীয় ঢেউয়ে আরও ভয়াল করোনা, আক্রান্ত অনুর্ধ্ব ১০ বছরের ৪৭০ শিশু