Saturday, August 23, 2025

নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের আগমন বেড়েছে, নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনে তৃণমূল

Date:

একাধিকবার নন্দীগ্রামের(Nandigram) সভামঞ্চে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ তুলেছেন বহিরাগত গুন্ডাদের আগমন নন্দীগ্রামে ব্যাপকভাবে বেড়ে চলেছে। কাঁথিতে উত্তরপ্রদেশের ৩০ জন বহিরাগতকে টাকা সহ আটকও করা হয়। আগামী ১ এপ্রিল রাজ্যে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে নির্বাচন। তার আগে এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হলো তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ তোলা হয়েছে বিহার উত্তর প্রদেশের পুলিশের পোশাক পরে আদতে নন্দীগ্রামে ঢুকছে দুষ্কৃতীরা। সোমবার নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এই সংক্রান্ত অভিযোগ পত্র তুলে দেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজারা। অভিযোগপত্রে আরও জানানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য গুলি থেকে যেন কোনো পুলিশ এই রাজ্যে মোতায়েন না করা হয়।

আরও পড়ুন:বেগতিক বুঝেলেই কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি গুলি চালানোর নজিরবিহীন নির্দেশ কমিশনের

উল্লেখ্য, সোমবার নন্দীগ্রামের জনসভায় গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় ঢোকানো হচ্ছে। তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক কেনা হচ্ছে, সেগুলো জড়ো করা হচ্ছে গেস্ট হাউসগুলিতে। বুঝতে পারছেন, কীভাবে বাইরের লোক ঢুকিয়ে অশান্তি বাধাতে চাইছে?’ এরপরই নির্বাচন কমিশনে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গে এই অভিযোগ দায়ের করা হলো তৃণমূলের প্রতিনিধি দলের তরফে। নির্বাচন কমিশনকে চিঠি লিখে তৃণমূলের তরফে আবেদন জানানো হয়েছে, নন্দীগ্রামের মত হাইভোল্টেজ কেন্দ্রে সমাজবিরোধী দুষ্কৃতীদের থামাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। পাশাপাশি এটাও জানানো হয় বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পুলিশ যেন এই রাজ্যে মোতায়েন না করা হয়।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version