Wednesday, August 27, 2025

গত বছর চিনের উহান থেকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস (coronavirus) ছড়িয়ে পড়ার পরে সন্দেহের আঙুল উঠেছিল চিনের দিকে। আমেরিকা সহ বিশ্বের বহু দেশ অভিযোগ করেছিল, চিনের উহান প্রদেশের একটি ল্যাবরেটরি থেকেই কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই অভিযোগ নাকি সত্যি নয়। এমনই জানাচ্ছে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-র তদন্তকারী দলের বক্তব্য, এই মারণ ভাইরাস বাদুড়ের (bat) শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে। সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ জানিয়েছে, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চিনে গিয়ে ভাইরাস নিয়ে গবেষণা চালায় হু-র বিশেষ দল। লক্ষ্যণীয় বিষয় হল, হু-র সঙ্গে সেই গবেষণায় চিনা সরকারও যুক্ত ছিল। গবেষণার রিপোর্ট অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কিন্তু প্রাথমিক যে রিপোর্ট সংবাদসংস্থা মারফত প্রকাশিত, তাতে বলা হয়েছে চিনের ল্যাবরেটরি থেকে কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। তার বদলে সম্ভবত বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে অতি সংক্রামক এই ভাইরাস।

আরও পড়ুন:২০০৭-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে শাসকদলকে বিঁধলেন দিলীপ, কী বললেন তিনি?

তবে এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই সংশয় দানা বেঁধেছে। শুরু থেকেই চিন সরকার করোনার উৎস সংক্রান্ত তদন্তে সহযোগিতা করতে অনীহা দেখিয়েছিল। হু-র আবেদনের ভিত্তিতে পরে তদন্ত চললেও তার সঙ্গে যুক্ত থেকেছে চিনা সরকারও। ফলে এই রিপোর্ট আদৌ কতটা প্রভাবমুক্ত, তা নিয়ে সংশয় থাকছেই। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম জানিয়েছিলেন, চিনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই। সেই সময় হু-কে পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার আর্থিক সাহায্যও বন্ধ করে দেয় আমেরিকা। হু-র এই নতুন রিপোর্ট প্রকাশিত হলে ফের নতুন করে বিতর্ক হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলেরই একাংশ।

Related articles

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...
Exit mobile version