Tuesday, May 6, 2025

দিল্লিতে পার্কের ভিতরে ঝুলন্ত অবস্থায় বিজেপি নেতার দেহ উদ্ধার

Date:

ফের বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির সুভাষনগরে। সেখানকার একটি পার্কের মধ্যে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধেয় স্থানীয় বাসিন্দারা দিল্লি বিজেপির প্রাক্তন সহ-সভাপতি গুরবিন্দর সিং বাওয়া’র (Gurvinder Singh Bawa) মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

৫৮ বছর বয়সী গুরবিন্দর সিং বাওয়ার দেহটি দিল্লির সুভাষনগর এলাকায় অবস্থিত একটি পার্কের ভিতরে এক লেকের ধারে গ্রিল থেকে ঝুলতে দেখা গিয়েছে। এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে জানা যায় দেহটি বিজেপি নেতার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন গুরবিন্দর সিং বাওয়া। সূত্রের খবর, গার্হস্থ্য অশান্তিতে ভুগছিলেন তিনি। আর তার থেকেই তিনি আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

আরও পড়ুন-‘মোদিজি জনপ্রিয়, কিন্তু দিদির থেকে বেশি নন’, জানালেন প্রশান্ত কিশোর

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা এই ঘটনা সম্পর্কে সন্ধে ৬ জানতে পেরেছি। তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাওয়ার ছেলে ঈশ্বরেন্দ্র সিং পরে পার্কে এসে লাশটি শনাক্ত করেন। ” প্রবীণ বিজেপি নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় বর্ষীয়ান নেতারা। গুরবিন্দর পেশায় রাজনীতির পাশে আইনজীবী হিসেবেও কাজ করতেন। প্রসঙ্গত, সম্প্রতি হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ রামস্বরূপ শর্মার আত্মহত্যায় মৃত্যুর কথা জানা গিয়েছিল।

Related articles

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...
Exit mobile version