৪৩ লাখের গাড়ির মালিক সায়ন্তিকার ঋণের পরিমান ৪০ লক্ষ টাকা!

রাজ্যে একুশের ভোট শুরু হয়ে গিয়েছে। ৮ দফার মধ্যে ইতিমধ্যে এক দফায় ভোট হয়ে গিয়েছে বাংলায়। একুশের নির্বাচনে বাঁকুড়া (Bankura) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (TMC) হয়ে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Bandyopadhyay)। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একেবারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি। সেই তারকা প্রার্থীর মনোনয়ন পত্রের হলফনামা দেখেই এবার শোরগোল পড়েছে।

সায়ন্তিকার জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১৬-১৭ সালে সায়ন্তিকার আয়ের পরিমাণ ছিল ১৬ লক্ষ ৫৩ হাজার ৯৮০ টাকা। ২০১৭-১৮-তে অর্থবর্ষে ১৭ লক্ষ ৫০ হাজার ৫২০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৩৯ লক্ষ ৬৯ হাজার ৯০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। ২০২০-২১ শেষ অর্থবর্ষে নিজের আয়ের পরিমাণ ১১ লক্ষ ১৫ হাজার ৬০ টাকা দেখিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘ভারত মাতা’ মধ্যপ্রদেশে ওই কন্যার সঙ্গে হাজার মৃত্যুবরণ করেছেন’, বিজেপিকে কটাক্ষ সায়নীর

দাখিল করা হলফনামা অনুযায়ী, সায়ন্তিকার নিজের নামে কোনও বাড়ি, ফ্ল্যাট কিংবা জমি নেই। মোট ৮টি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। যেখানে অন্যান্য তারকা প্রার্থীরা প্রায় সকলেই কোটি টাকা ‘মালিক’, সেখানে সায়ন্তিকার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ১ টাকা। বাকি ৪টি অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর মোট সঞ্চিত অর্থের পরিমাণ ৩৬ হাজার ৪৬৩ টাকা। তাঁর কাছে নগদ টাকা আছে ৪৩ হাজার ১২৭। ব্যাঙ্ক ব্যালান্স না থাকলেও তাঁর কাছে ৪৩ লাখ ৫৬ হাজার ৪৩৬ টাকার একটি মার্সিডিজ বেন্জ রয়েছে। ২০১৮ সালে এই গাড়িটি কেনেন তিনি। এছাড়া মোট ১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের সোনার গহনা রয়েছে সায়ন্তিকার। তবে মোটা টাকার ঋণের দায়ে জর্জরিত সায়ন্তিকা। সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ ৪০ লাখ ৮৭ হাজার ২৪০ টাকা!

Advt

Previous articleদ্বিতীয় দফার আগে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে কী বললেন মমতা
Next articleদ্বিতীয় দফাতে আরো সতর্ক কমিশন, শুধু নন্দীগ্রামেই ২১ কোম্পানি আধাসেনা