Monday, August 25, 2025

প্রথম দফার নির্বাচনের পর সংবাদ মাধ্যমের সামনে সগর্বে অমিত শাহ(Amit Shah) দাবি করেছিলেন ৩০ আসনের মধ্যে ২৬ টিরও বেশি আসন পেতে চলেছে বিজেপি। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে(JP Nadda) লেখা দিলীপ ঘোষের(Dilip Ghosh) একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(social media)। যে চিঠিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, প্রথম দফার নির্বাচনের ফল অত্যন্ত হতাশাজনক হতে চলেছে। এই নির্বাচনে মাত্র ৩-৪টি আসন বিজেপি পেতে পারে, তার বেশি নয়। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই চিঠিকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক। রীতিমতো হতাশ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই চিঠিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিলীপ ঘোষ লিখেছেন, প্রথম দফা নির্বাচনের পর যে আভ্যন্তরীণ সমীক্ষা করা হয়েছিল সেখান থেকে জানা গিয়েছে এই নির্বাচনে ৩০ আসনের মধ্যে মাত্র ৩-৪টি আসন পেতে চলেছে বিজেপি। নির্বাচনী ফলাফল অত্যন্ত হতাশাজনক। প্রথম পর্যায়ে দলের পারফরম্যান্স খারাপ এবং আসন্ন পর্যায়ে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রচুর জোর দেওয়া দরকার। বিজেপির লেটার প্যাডে লেখা এই চিঠিটির একেবারে নিচে সই রয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

আরও পড়ুন:ইমরান সরকারের বড় সিদ্ধান্ত, ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি

এই চিঠিকে পুরোপুরি ভুয়ো বলে দাবি করেছে গেরুয়া শিবির। চিঠিটির সত্যতা যাচাই করেনি ‘এখন সংবাদ বিশ্ব বাংলা’। এই চিঠি প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে দলীয় কর্মীদের মনোবল ভাঙতে এই ধরনের প্রচার করা হচ্ছে। দিলীপ ঘোষ এই ধরনের চিঠি কখনোই সর্বভারতীয় সভাপতিকে লেখেননি। অমিত শাহ যেটা বলেছেন সেটাই হতে চলেছে প্রথম দফা নির্বাচনে ফলাফল। তবে রাজ্যের সমস্ত ইস্যুতে সবার আগে যাকে মুখ খুলতে দেখা যায় সেই দিলীপ ঘোষ অবশ্য ভাইরাল হওয়া এই চিঠি প্রসঙ্গে কোনরকম বিবৃতি দেননি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version