Thursday, November 13, 2025

প্রথম দফার নির্বাচনের পর সংবাদ মাধ্যমের সামনে সগর্বে অমিত শাহ(Amit Shah) দাবি করেছিলেন ৩০ আসনের মধ্যে ২৬ টিরও বেশি আসন পেতে চলেছে বিজেপি। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে(JP Nadda) লেখা দিলীপ ঘোষের(Dilip Ghosh) একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(social media)। যে চিঠিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, প্রথম দফার নির্বাচনের ফল অত্যন্ত হতাশাজনক হতে চলেছে। এই নির্বাচনে মাত্র ৩-৪টি আসন বিজেপি পেতে পারে, তার বেশি নয়। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই চিঠিকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক। রীতিমতো হতাশ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ওই চিঠিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিলীপ ঘোষ লিখেছেন, প্রথম দফা নির্বাচনের পর যে আভ্যন্তরীণ সমীক্ষা করা হয়েছিল সেখান থেকে জানা গিয়েছে এই নির্বাচনে ৩০ আসনের মধ্যে মাত্র ৩-৪টি আসন পেতে চলেছে বিজেপি। নির্বাচনী ফলাফল অত্যন্ত হতাশাজনক। প্রথম পর্যায়ে দলের পারফরম্যান্স খারাপ এবং আসন্ন পর্যায়ে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রচুর জোর দেওয়া দরকার। বিজেপির লেটার প্যাডে লেখা এই চিঠিটির একেবারে নিচে সই রয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

আরও পড়ুন:ইমরান সরকারের বড় সিদ্ধান্ত, ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি

এই চিঠিকে পুরোপুরি ভুয়ো বলে দাবি করেছে গেরুয়া শিবির। চিঠিটির সত্যতা যাচাই করেনি ‘এখন সংবাদ বিশ্ব বাংলা’। এই চিঠি প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে দলীয় কর্মীদের মনোবল ভাঙতে এই ধরনের প্রচার করা হচ্ছে। দিলীপ ঘোষ এই ধরনের চিঠি কখনোই সর্বভারতীয় সভাপতিকে লেখেননি। অমিত শাহ যেটা বলেছেন সেটাই হতে চলেছে প্রথম দফা নির্বাচনে ফলাফল। তবে রাজ্যের সমস্ত ইস্যুতে সবার আগে যাকে মুখ খুলতে দেখা যায় সেই দিলীপ ঘোষ অবশ্য ভাইরাল হওয়া এই চিঠি প্রসঙ্গে কোনরকম বিবৃতি দেননি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version