নন্দীগ্রামে বামপ্রার্থীর ভাষণে ‘লাইক’ কলকাতার তৃণমূল কাউন্সিলরের,অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷

গোটা রাজ্যের সর্বস্তরের তৃণমূল নেতা,কর্মী,সমর্থক এবং ভোটাররা নন্দীগ্রাম (NANDIGRAM) কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) রেকর্ড ভোটে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত৷
এমন একজনও তৃণমূল কর্মী-সমর্থক নেই, যিনি এর উল্টো কিছু ভাবছেন, অথবা মমতার-প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থীকে প্রকাশ্যে ‘পছন্দ’ করবেন৷

এই কেন্দ্রে মমতার বিরুদ্ধে একাধিক প্রার্থী রয়েছেন৷ অন্যতম প্রার্থী সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীণাক্ষী মুখোপাধ্যায়৷ সংযুক্ত মোর্চার শরিক আইএসএফ-এর (ISF) প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি নন্দীগ্রামে সভা করেছেন৷ সেই সভায় বক্তা ছিলেন প্রার্থী মীণাক্ষী৷
সভার পরে আব্বাস সিদ্দিকি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই দিনের সভায় প্রার্থী মীণাক্ষী’র বক্তৃতার ভিডিও ক্লিপ শেয়ার করেন৷ যথেষ্ট ‘লাইক’, ‘কমেন্ট’, শেয়ার হয় ওই ভিডিও ক্লিপ৷

এই পর্যন্ত অস্বাভাবিক কিছু নেই৷ আব্বাসের পোস্টে অথবা মীণাক্ষীর ভাষণকে হাজার হাজার মানুষ ‘লাইক’ করতেই পারেন৷ যারা ‘লাইক’ করছেন, নিশ্চিতভাবেই তারা চাইছেন মীণাক্ষী মুখোপাধ্যায়-ই জয়ী হোন নন্দীগ্রাম আসনে৷

কিন্তু এই ‘লাইকদাতা’-দের একজন যদি হন কলকাতা পুর এলাকার একটি ওয়ার্ড থেকে তৃণমূল টিকিটে নির্বাচিত সদ্য বিদায়ী এক কাউন্সিলর ? চমকে ওঠার মতো অভিযোগ প্রকাশ্যে এসেছে৷ রাজনৈতিক মহল বলছে, নন্দীগ্রামে মোর্চাপ্রার্থীর ভাষণে ‘লাইক’ দেওয়ার অর্থ, তাঁর সাফল্য কামনা করা, তাঁকে ‘বিজয়ী’ হিসাবে দেখতে চাওয়া৷ আর নন্দীগ্রামে মোর্চাপ্রার্থীর জয় চাওয়ার অর্থ, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হার দেখতে চাওয়া৷

এদিকে, অভিযোগ উঠেছে, সেই কাজটাই করেছেন কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী (AMAL CHAKRABORTY) ওরফে ভোলা৷ বলা হচ্ছে, বামপ্রার্থীর ভাষণের ভিডিও-ক্লিপে লাইক করেছেন অমলবাবু৷ আর এই নিয়েই ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়েছেন৷ তবে, সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে এমনই দেখা গেলেও সত্যিই উনি কিনা, নাকি অজান্তে কেউ করেছে কিনা, তা বোঝা কঠিন।

আরও পড়ুন- মহিলারা বিরক্ত করছেন, তাই শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ

কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর এই অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের শীর্ষস্তরেও৷

Advt

Previous articleমহিলারা বিরক্ত করছেন, তাই শুভেন্দুর নিরাপত্তায় এবার মহিলা সিআরপিএফ
Next articleআরও একবছর এটিকে মোহনবাগানের দায়িত্বে হাবাস