Tuesday, November 4, 2025

লোক হচ্ছে না কোনওভাবেই। দিল্লি-মুম্বই থেকে উড়িয়ে আনা সংবাদমাধ্যমের কাছে পাছে মাথা হেঁট হয়ে যায়! তাই দরকার লোকসমাগম। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৩০ হাজার গেরুয়া শাড়ির সঙ্গে নগদ আড়াইশো টাকা করে বিলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শাড়ি-টাকা বিলিয়ে রীতিমতো বিশাল সমাবেশ দেখানোর চেষ্টাতে কোনওরকম খামতি রাখল না গেরুয়া শিবির।

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে মঙ্গলবার রেয়াপাড়া এবং তেরপাখিয়া এলাকা থেকে হাজার হাজার শাড়ি বিলি করা হয়। বিরোধীদের অভিযোগ, ওড়িশা এবং উত্তরপ্রদেশ থেকে আসা বহিরাগতদের নিয়ে বিরাট সমাবেশ দেখানোর চেষ্টা করে বিজেপি। শাড়ি-টাকা বিলির কথা আগেই জানতে পেরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় মঙ্গলবার সাবধান করে দিয়ে বলেন, ‘‌বিজেপি টাকা দিলে সেই টাকা নিয়ে নেবেন। মনে রাখবেন, ওটা আপনার টাকা। টাকাটা নিয়ে একদিন ভালো করে খেয়ে নেবেন। শাড়ি দিলেও নিয়ে নেবেন। ওই শাড়ি তো পরার যোগ্য নয়। ওটা পর্দা বানিয়ে নিন। আর তৃণমূলকে ভোটটা দিন।’‌

এখানেই শেষ নয়। লোক দেখাতে, ভিড় বাড়াতে আয়োজন করা হয় ‘হেলিকপ্টার মেলা’র। নন্দীগ্রাম সংলগ্ন এলাকায় রীতিমতো মাইক বেঁধে প্রচার চালানো হয়, হেলিকপ্টার দেখতে চান! আসুন অমিত শাহের রোড শো-এ। সকাল থেকে দফায় দফায় একের পর এক হেলিকপ্টার নামছে। কোনওটায় অমিত শাহ তো কোনওটায় মিঠুন। হেলিকপ্টার মেলায় আবার বিক্রিও হচ্ছে ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি।

আরও পড়ুন- নন্দীগ্রামে দাঁড়িয়েই দলবদলুদের গানের ফলায় বিঁধলেন নচিকেতা

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version