প্রায় ঘণ্টাদুয়েক পর বয়ালের বুথ থেকে বের করা সম্ভব হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাইরে আনার সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কর্ডন ছিলো বেনজির৷ কড়া নিরাপত্তায় বুথ থেকে বের করে আনা হয় তৃণমূল সুপ্রিমোকে।

আরও পড়ুন-তুমুল উত্তেজনা বয়ালে: ফোনে খবর নিলেন সুদীপ জৈন, ঘটনাস্থলে নগেন্দ্রনাথ ত্রিপাঠী
