Saturday, August 23, 2025

অভিযোগ পেয়ে নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে বয়ালে ছুটে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বুথ থেকে মমতা অভিযোগ করেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বহিরাগতদের দিয়ে অশান্তি বাধানো হচ্ছে। সকাল থেকে নির্বাচন কমিশনে ৬৩টি অভিযোগ করা হয়েছে। এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আদালতে যাব”। এরপরই সেখান থেকে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তৃণমূলনেত্রীর সঙ্গে কথার পরই টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘মমতার কথা নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ অন্যদিকে নন্দীগ্রামের পরিস্থিতি জানতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ফোন করেন সুদীপ জৈন।


বয়ালের ৭ নম্বর বুথে বসে তৃণমূল নেত্রী IPS অফিসার তথা ইলেকশান অবসারভার নগেন্দ্রনাথ ত্রিপাঠি-র কাছে অভিযোগ করেন, ‘৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি’। এমনকি এখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে এদিন অভিযোগ করেন মমতা। এছাড়াও একাধিক প্রশ্ন তোলেন তিনি। যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট হয়, তানিয়ে তাঁর সঙ্গে  প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন তৃণমূল নেত্রী। এমনকি ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে IPS অফিসারের সঙ্গে বার্তালাপ করেন। শেষে অবসারভারের আশ্বাস পেয়ে বুথ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version