সকাল থেকেই একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম ছাড়াও অনান্য এলাকা। তবে জওয়ানের ঝুলন্ত মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে। কী থেকে এই মৃত্যু , কেনই এই অস্বাভাবিক মৃত্যু, কে বা কারা এর সঙ্গে যুক্ত …এইসকল প্রশ্নের কোন উত্তর এখনও মেলেনি। জানা গিয়েছে, মৃত ওই জওয়ানের নাম কমল বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিনি। ভোটের আবহে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর বুথে তাঁর ডিউটি পড়েছিল। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন কমল বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। তবে সকাল হতেই ওই কেন্দ্রের একটি ঘর থেকে কমলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তড়িঘড়ি বিষোয়টি কমিশনে জানানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।