Thursday, May 15, 2025

‘আসল পরিবর্তনের ঢেউ উঠেছে রাজ্যে’, জয়নগরের সভায় দাবি মোদির

Date:

Share post:

হাইভোল্টেজ নন্দীগ্রাম(Nandigram) সহ দ্বিতীয় দফার নির্বাচনে মোট ৩০ টি কেন্দ্রে চলছে নির্বাচন পর্ব। এসব কিছুর মাঝেই বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে(jaynagar) নির্বাচনী প্রচারে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই মঞ্চ থেকেই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গেল মোদিকে। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন রাজ্যে আসল পরিবর্তনের ঢেউ উঠেছে। আর মাত্র একটা মাসের অপেক্ষা।

বারবার রাজ্যে প্রচারে এসে অমিত শাহ যে দাবি করেছেন সেই সুরে সুর মিলিয়ে বৃহস্পতিবার জয়নগরের জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০০-র বেশি আসন নিয়ে বাংলায় জিততে চলেছে বিজেপি। পাশাপাশি দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়ে মৃত বৃদ্ধা শোভা দেবীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তিনি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এত অত্যাচারের পরেও দিদি কুল কুল বলেন।দিদি তৃণমূল কুল নয়, বাংলার মানুষের কাছে শূল। বাংলার মানুষের কাছে তৃণমূল অত্যাচারের শূল। দিদি আপনাকে হত্যার হিসেব দিতে হবে।’

আরও পড়ুন:তুমুল উত্তেজনা বয়ালে: ফোনে খবর নিলেন সুদীপ জৈন, ঘটনাস্থলে নগেন্দ্রনাথ ত্রিপাঠী

এখানেই থামেননি নরেন্দ্র মোদি। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে তিনি বলেন, ‘দিদি হারের ভয়ে দেশের কিছু নেতাকে চিঠি লিখেছেন। যদি গত ১০ বছরে বাংলার জন্য কাজ করতেন, তাহলে এক জায়গায় ৩ দিন থাকতে হত না।’ একই সঙ্গে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তৃণমূল কাজ করে বলে অভিযোগ তুলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। বিজেপির বিরুদ্ধে বারবার যে বহিরাগত ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন সে প্রসঙ্গে মুখ খুলে নরেন্দ্র মোদি জানান, ‘উত্তর প্রদেশ, বিহার সম্পর্কে যে মন্তব্য করছেন, তা দিদির রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন তুলছে। দিদি ইউপি বিহারের মানুষকে অপমান করার অধিকার সংবিধান আপনাকে দেয়নি।’ পাশাপাশি নরেন্দ্র মোদী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর মাত্র দু মাসের অপেক্ষা এরপর রাজ্যে আসছে আসল পরিবর্তন। দিদি আমি মরসুমি ক্ষমতাধারী লোক নই। খেলার মাঠ ছিল, আছে, থাকবে। বিজেপির জন্য বাংলা উন্নয়ন, শিক্ষা, শিল্পর মাঠ হয়ে উঠবে।সোনার বাংলার লক্ষ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কাজ করবে।’

Advt

spot_img

Related articles

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...