Thursday, August 28, 2025

হাইভোল্টেজ নন্দীগ্রামে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। বেশ কদিন আগে থেকেই নিজের কেন্দ্রে রয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এমনকী, এদিন বিকেলে কলকাতা ফেরার সিদ্ধান্তও বাতিল করেছেন তিনি। ভোটগ্রহণে নজর রেখেছেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান (Shekh Sufiyan)। সকালে অবশ্য রেয়াপাড়ার ভাড়া বাড়িতেই রয়েছেন তৃণমূল নেত্রী। বেলার দিকে তাঁর বুথে বুথে যাওয়ার কথা।

অন্য দিকে, বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সকালেই নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন। দলীয় কর্মীর বাইকে চেপে গিয়ে ভোট দেন তিনি।

সকালে ভোট দেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (Cpim) প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukhopadhyay)। পরে, বিভিন্ন বুথে যান মীনাক্ষি। তিনি জানান, তিনি যে যে জায়গায় গিয়েছেন, সেখানে এখনও পর্যন্ত ভোট ঠিক মতো হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কিছু জায়গায় পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ মিলেছে বলে জানান মীনাক্ষি।

এদিন, সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর, খোদামবাড়ি, বয়াল প্রভৃতি অঞ্চল থেকে নানা ধরনের অভিযোগ মেলে। বিভিন্ন বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ শাসকদলের। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ থেকে অভিযোগ, বিমল সাহু নামে তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপি। তৃণমূলের অভিযোগ, বয়াল অঞ্চলেও ভোটারদের অশান্তি করছে বিজেপি। ৫২-৫৩ নং বুথ থেকেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে। অভিযোগ, সিআরপিএফ দেখেও ব্যবস্থা নিচ্ছে না।

Related articles

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...
Exit mobile version