অন্য দিকে, বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সকালেই নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন। দলীয় কর্মীর বাইকে চেপে গিয়ে ভোট দেন তিনি।
সকালে ভোট দেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (Cpim) প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukhopadhyay)। পরে, বিভিন্ন বুথে যান মীনাক্ষি। তিনি জানান, তিনি যে যে জায়গায় গিয়েছেন, সেখানে এখনও পর্যন্ত ভোট ঠিক মতো হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কিছু জায়গায় পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ মিলেছে বলে জানান মীনাক্ষি।
এদিন, সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর, খোদামবাড়ি, বয়াল প্রভৃতি অঞ্চল থেকে নানা ধরনের অভিযোগ মেলে। বিভিন্ন বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ শাসকদলের। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ থেকে অভিযোগ, বিমল সাহু নামে তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপি। তৃণমূলের অভিযোগ, বয়াল অঞ্চলেও ভোটারদের অশান্তি করছে বিজেপি। ৫২-৫৩ নং বুথ থেকেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে। অভিযোগ, সিআরপিএফ দেখেও ব্যবস্থা নিচ্ছে না।