Saturday, November 1, 2025

হাইভোল্টেজ নন্দীগ্রামে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। বেশ কদিন আগে থেকেই নিজের কেন্দ্রে রয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এমনকী, এদিন বিকেলে কলকাতা ফেরার সিদ্ধান্তও বাতিল করেছেন তিনি। ভোটগ্রহণে নজর রেখেছেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান (Shekh Sufiyan)। সকালে অবশ্য রেয়াপাড়ার ভাড়া বাড়িতেই রয়েছেন তৃণমূল নেত্রী। বেলার দিকে তাঁর বুথে বুথে যাওয়ার কথা।

অন্য দিকে, বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সকালেই নন্দনায়কবাড় প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন। দলীয় কর্মীর বাইকে চেপে গিয়ে ভোট দেন তিনি।

সকালে ভোট দেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (Cpim) প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukhopadhyay)। পরে, বিভিন্ন বুথে যান মীনাক্ষি। তিনি জানান, তিনি যে যে জায়গায় গিয়েছেন, সেখানে এখনও পর্যন্ত ভোট ঠিক মতো হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে কিছু জায়গায় পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ মিলেছে বলে জানান মীনাক্ষি।

এদিন, সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর, খোদামবাড়ি, বয়াল প্রভৃতি অঞ্চল থেকে নানা ধরনের অভিযোগ মেলে। বিভিন্ন বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ শাসকদলের। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ থেকে অভিযোগ, বিমল সাহু নামে তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপি। তৃণমূলের অভিযোগ, বয়াল অঞ্চলেও ভোটারদের অশান্তি করছে বিজেপি। ৫২-৫৩ নং বুথ থেকেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠছে। অভিযোগ, সিআরপিএফ দেখেও ব্যবস্থা নিচ্ছে না।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version