Sunday, December 21, 2025

অন্য আসনে দাঁড়াতে পারেন মমতা! প্রধানমন্ত্রীর দাবি ওড়াল তৃণমূল

Date:

Share post:

নন্দীগ্রামে হারতে পারেন। তাই শেষ দফার নির্বাচনে অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার উলুবেড়িয়ার সভা থেকে মমতাকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

যদিও প্রধানমন্ত্রীর দাবি সরাসরি খারিজ করে দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস (TMC) শিবির সূত্রে দাবি, নন্দীগ্রাম ছাড়া রাজ্যের আর কোনও আসন থেকে লড়ছেন না মমতা। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী। তিনি জানিয়েছেন, ‘নন্দীগ্রামের নব্বই শতাংশ মানুষ আমাকে ভোট দিচ্ছেন। খুব সহজেই জিতব।’

নন্দীগ্রামের হাইভোল্টেজ নির্বাচনের দিনেই উলুবেড়িয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘নন্দীগ্রামে দিদি নিজের হার মেনে নিয়েছেন। শেষ দফার মনোনয়ন দাখিল এখনও বাকী। শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনযন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে৷ আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে।’

আরও পড়ুন- মিডিয়ায় প্রভাবিত হবেন না, নন্দীগ্রামে দিদিই জিতছেন, বললেন কুণাল

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, নন্দীগ্রামে একশো শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আর কোনও আসন থেকে লড়ার কোনও সম্ভাবনাই নেই। মানুষকে বিভ্রান্ত করতেই বিজেপি এই ধরণের খবর ছড়াচ্ছে।

Advt

spot_img

Related articles

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...

কেন্দ্রের ব্যর্থতায় হাতির মৃত্যু! ঢাকা দিতে ম্যানগ্রোভ-‘অভিযোগ’ কেন্দ্রীয় মন্ত্রীর

প্রথম বাংলায়। এবার অসমে। মর্মান্তিকভাবে মৃত্যু হল হাতির দলের। একসঙ্গে ট্রেনের ধাক্কায় এত হাতির মৃত্যু দেশের ইতিহাসে বিরল।...