আইসিসির একদিনের ক্রিকেটে শীর্ষেই রইল বিরাট

আইসিসির(Icc) একদিনের ক্রিকেট( ODI) র‍্যাঙ্কিং এ শীর্ষেই রইলেন ভারত অধিনায়ক ( india captain )বিরাট কোহলি( virat kohli)। সদ‍্য প্রকাশিত আইসিসি একদিনের ক্রিকেট র‍্যাঙ্কিং এ শীর্ষে তিনি।

৮৫৭ পয়েন্ট নিয়ে আইসিসি একদিনের ক্রিকেটে শীর্ষে বিরাট। ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচে রান করার সুবাদে শীর্ষেই রইলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ৮২৫ পয়েন্ট হিটম‍্যানের।

অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে এক মাত্র ভারতীয় হিসাবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৯ নম্বরে রয়েছেন জাড্ডু।

আইসিসি একদিনের ক্রিকেটে বোলারদের মধ্যে শীর্ষে ট্রেন্ট বোল্ট। ৭৩৭ পয়েন্ট তাঁর। দ্বিতীয় স্থানে মাজিব উর রহমান। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি উঠে এসেছেন ৩ নম্বরে। ৩ নম্বর থেকে নেমে ৪ নম্বরে এলেন ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহ। ৬৯০ পয়েন্ট তাঁর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt