তৃণমূল প্রার্থী সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা চণ্ডীপুরে

বৃহস্পতিবার ভোটের দিন সকালে হঠাৎই উত্তেজনা ছড়ায় চণ্ডীপুর বিধানসভা (Chandipur constituency) এলাকায়। প্রথমটায় শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব চলছিল। কিন্তু তারপর হঠাতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মহম্মদপুর-১ ব্লকে উত্তেজনা ছড়ায়। অভিযোগ তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakrabarty)

সেখানে আসেন। তৃণমূল প্রার্থী সেখানকার বুথে বুথে যান। অভিযোগ একটি বুথ কেন্দ্রের কাছাকাছি যেতেই একটি দল সোহমের পিছনে জয় শ্রীরাম বলতে বলতে ছুটতে থাকে। সোহমের গাড়ি ঘিরে ধরেও জয় শ্রীরাম স্লোগান দেয় কয়েকজন। তার ফলে চণ্ডীপুর এলাকায় উত্তেজনা ছড়ায় । সোহম গাড়ি থেকে নেমে কথা বলেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। সোহম বার বার বলতে থাকেন, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে। সোহম তাদের বারবার স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন। কিন্তু তাতেও তারা থামেনি। ফলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advt

Advt

Previous articleখড়গপুর সদরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূলের
Next articleআইসিসির একদিনের ক্রিকেটে শীর্ষেই রইল বিরাট