থার্মাল গানে ভোটারদের শরীরের তাপমাত্রা বেশি, বাড়ি ফেরানোর অভিযোগ

করোনা পরিস্থিতির মধ্যেই বাংলায় ভোট হচ্ছে। অনেক নিয়ম মেনে ভোট দিতে হচ্ছে ভোটারদের। এরইমধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোতুলপুর কেন্দ্রে। থার্মাল গানে তাপমাত্রা বেশি থাকায় ভোটকেন্দ্রে (West Bengal Eslections 2021) না ঢুকতে দেওয়ার অভিযোগ কোতুলপুরে। ভোটারদের দাবি, আশা কর্মীদের এই থার্মাল স্ক্রিনিং করার কথা। অথচ কেন্দ্রীয় বাহিনী তা করছে। আর তাপমাত্রা বেশি দেখলে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ভোটারদের দাবি, এই গরমে তাপমাত্রা খানিকটা বাড়বে, সেটাই তো স্বাভাবিক।

আরও পড়ুন-জয়নগরের পর উলুবেড়িয়াতেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি

ভোটারদের অভিযোগ, আশা কর্মীদের এই থার্মাল স্ক্রিনিং করার কথা। অথচ কেন্দ্রীয় বাহিনী তা করছে। আর তাপমাত্রা বেশি দেখলে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ভোটারদের দাবি, এই গরমে তাপমাত্রা খানিকটা বাড়বে, সেটাই তো স্বাভাবিক। কেন্দ্রীয় বাহিনীর তরফে পাল্টা দাবি, তারা এরকম কিছুই করেননি। আশা কর্মীরাই বরং তাদের অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি জানান।

ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিক। এই ঘটনার পরে গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন।

Advt

Previous articleজয়নগরের পর উলুবেড়িয়াতেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি
Next articleগরমে নাজেহাল রাজ্যবাসী, কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা