Monday, August 25, 2025

যাদবপুরে বিজেপির মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্থা! অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

Date:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পার্টি অফিসের মধ্যেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠলো খোদ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনা যাদবপুর (Jadavpur) বিধানসভার কালিকাপুর এলাকায়। মন্ডল সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করেছেন দলের ওই মহিলা ভাইস প্রেসিডেন্ট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Derby Park PS)। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনাদেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকেই কি-না মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে।

অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে প্রার্থী রিঙ্কু নস্করের সমর্থনে দলীয় বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মন্ডল ৪-এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব মন্ডল প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মন্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত-সহ আরও অনেকে। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় মন্ডল সভাপতি অরিন্দম রায় ও ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদারের মধ্যে। সেই বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন:‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল

একটা সময় পর রিনাদেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দমবাবু। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ঘটনার বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকে। দলের তরফে অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version