Saturday, November 15, 2025

যাদবপুরে বিজেপির মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্থা! অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

Date:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পার্টি অফিসের মধ্যেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠলো খোদ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনা যাদবপুর (Jadavpur) বিধানসভার কালিকাপুর এলাকায়। মন্ডল সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করেছেন দলের ওই মহিলা ভাইস প্রেসিডেন্ট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Derby Park PS)। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনাদেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকেই কি-না মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে।

অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে প্রার্থী রিঙ্কু নস্করের সমর্থনে দলীয় বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মন্ডল ৪-এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব মন্ডল প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মন্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত-সহ আরও অনেকে। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় মন্ডল সভাপতি অরিন্দম রায় ও ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদারের মধ্যে। সেই বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন:‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল

একটা সময় পর রিনাদেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দমবাবু। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ঘটনার বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকে। দলের তরফে অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version