কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) মুকুটে নয়া পালক। ‘সাংহাই র‌্যাঙ্কিং ২০২০’-তে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে উঠে এল কলকাতা বিশ্ববিদ্যালয়। অবশ্য মেধা বিচারে সবার আগে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
তবে আশ্চর্যের বিষয়, তালিকায় প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ।
শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা Academic Ranking of World Universities। গোটা বিশ্বে উচ্চশিক্ষাগুলিকেই নিজেদের সমীক্ষার আওতায় আনে। তাদের প্রকাশিত ক্রম তালিকাটি ‘সাংহাই র‌্যাঙ্কিং’ নামে সমধিক পরিচিত। সেই তালিকায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (CU)।
উপাচার্য সোনালী চক্রবর্তী বলেছেন, ‘নিঃসন্দেহের গর্বের মুহুর্ত। অধ্যাপক-অধ্যাপিকাদের গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল। খুবই গর্ব অনুভব করছি।

Advt

Previous articleবাবা ফিরে আসুন: মাকে আগলে রেখে চান শোভন-পুত্র
Next articleনন্দীগ্রাম ছাড়ার আগে তৃণমূল কর্মীদের ঠিক কী বলেছিলেন মমতা?