দুর্গাপুর ইস্পাত কারখানা নিলামের প্রতিবাদে বিক্ষোভে সামিল INTTUC

ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন দুর্গাপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ , সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৌশলগত বিলগ্নিকরণ ছেড়ে কারখানা নিলামের প্রস্তুতি শুরু করেছে। এরই প্রতিবাদে শুক্রবার সকালে ফের আন্দোলন শুরু করল DSPMU/INTTUC ।
তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা শুক্রবার সকালে DSP main gate এ জয়ন্ত রক্ষিত এর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করে। কারখানার গেটের সামনে সেভ ডিএসপি, সেভ দুর্গাপুর শ্লোগানকে হাতিয়ার করে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় কয়েক শো কর্মী।
দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে শ্রমিকদের বেতন চুক্তি র ফায়সালা না করার বিরুদ্ধে , কারখানাকে রক্ষা এবং শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত কার্যকর করার দাবি জানায় তারা।

Advt

Previous articleনন্দীগ্রাম নিয়ে মমতার অভিযোগের তদন্ত- রিপোর্ট কমিশনে জমা দিলো পুলিশ
Next articleকরোনা আক্রান্ত মহেশ ভাটের কন্যা, অভিনেত্রী আলিয়া