Saturday, August 23, 2025

এখন প্রায়ই মায়ের সঙ্গে প্রচারে যেখানেই যাচ্ছেন। বেহালা পূর্বের তৃণমূল (Tmc) প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর সঙ্গে পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায় (Saptarshi Chatterjee) ওরফে ঋষি (Rishi)। কখনও সুসজ্জিত ম্যাটাডোরে মায়ের পাশে দাঁড়িয়ে হাত নাড়ছেন। আবার কখনও গাড়ির সামনে পতাকা নিয়ে হাঁটছেন। তবে সক্রিয় রাজনীতিতে এখনো নাম লেখানি শোভন-পুত্র। বছর পঁচিশের ঋষি চান সিনেমা বানাতে। নিউইয়র্ক (New York) থেকে মেথড অ্যাক্টিং (Acting) ও ফিল্ম (Film) ডিরেকশনের (Direction) কোর্স শেষ করে মাস কয়েক আগেই কলকাতায় ফিরেছেন তিনি।

বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয় তখন তাঁর বয়স ২০। সঙ্গে মা আর ১১ বছরের বোন। বাবা মায়ের বিচ্ছেদ কোনও নতুন ঘটনা নয়। তবে যখন তার সঙ্গে যুক্ত হয় সমস্ত মিডিয়ার চর্চা, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, আলোচনা-সমালোচনা-রঙ্গ-রসিকতা তখন এক তরুণকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়। গত পাঁচ বছর ধরে সেভাবেই নিজেকে তৈরি করেছেন সপ্তর্ষি। সেই কারণেই ভোট প্রচারে মা রত্না চট্টোপাধ্যায়কে আগলে রাখছেন সবসময়। তাহলে কী বাবাকে চান না? না, আজও তরুণ ঋষির মনে একই রকমভাবে আছেন শোভন। ছেলে শুধু চায় বাবা ফিরে আসুক। তাহলেই সব ভুলে তাঁকে আপন করে নেবেন তিনি। তাঁর পরিবার, রাজনীতিতে ফিরুন শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee)। থাকুন তাঁদের সঙ্গে। এখন মায়ের জয়ের পাশাপাশি এটাই স্বপ্ন শোভন-রত্নার পুত্রের।

আরও পড়ুন- দক্ষিণ 24 পরগনায় 31-0 হবে: জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version