Friday, August 22, 2025

তাঁর নিজের জায়গা ডায়মন্ডহারবার। শুক্রবার কুলতলি, বাসন্তী ও বারুইপুরে সভা করার পর সেখানেই রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার পারুলিয়া মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রোড শো-এ জনজোয়ার। ব়্যালির শুরু বা শেষ একবারে দেখা যাচ্ছিল না। রাস্তা জুড়ে শুধু কালোমাথা। তৃণমূলের (Tmc) নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণাঢ্য রোড শো-র শেষে বক্তব্য রাখেন অভিষেক।

তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে। বিজেপিকে (Bjp) বিতাড়িত হবে। তিনি বলেন, ভোটের সময় শুধু বিজেপি নেতাদের দেখা যায়। এখন দিল্লি থেকে তারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। করোনা-আমফানকালে বিজেপিকে পাশে পাওয়া যায়নি। তখন সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। একথা মনে করান ডায়মন্ড হারবারের সাংসদ। কোভিড (Covid) কালে এই অঞ্চলে কমিউনিটি কিচেন চালু করেছিল অভিষেক। এদিন বিপুল জনসমাগম তাঁদের প্রতি সমর্থনের বার্তা দেয় বলে মত তৃণমূলের।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বাড়ির মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড করা থেকে শুরু করে মহিলাদের হাতখরচ দেওয়ার প্রকল্প- তৃণমূলের ইস্তেহারে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেন মমতা।

এদিন অভিষেকের রোড শো ঘিরে তুমুল উদ্দীপনা দেখা যায় দেখা যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। রোড শো যখন শুরু হয় তখন রোদের তাপ রয়েছে রীতিমতো। তাও রাস্তা জুড়ে শুধুই জনসমাগম। এই ভিড় আশা জাগাচ্ছে তৃণমূল নেতৃত্বের। অভিষেক বলেন, “সবুজ আবির তৈরি রাখুন। দোসরা মে এসে খেলব”।

আরও পড়ুন- নন্দীগ্রামের মতো উত্তরেও তাণ্ডব করতে পারে বাহিনী: সতর্ক করলেন মমতা

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version