আজ ফের রাজ্যে অমিত শাহ, ৪ জেলায় রয়েছে কর্মসূচি

হার হোক বা জিত! আপাতত বাকি ৬ দফায় শরীরী ভাষা ঠিক রাখতে হবে। বৃহস্পতিবার ২০০ পারের স্লোগান তুলে রাজ্যে হুঙ্কার দিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই হুংকার অবশ্য কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখছে ভালোই, এমনটা জানা যাচ্ছে বিজেপি(BJP) সূত্রে। এহেন পরিস্থিতির মাঝেই শুক্রবার ফের একবার রাজ্যে আছেন বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ(Amit Shah)। এদিন রাজ্যের চার জেলায় জনসভা ও রোড শো রয়েছে তার।

আরও পড়ুন:যোগ ব্যায়াম ছেড়ে এখন জ্যোতিষ হয়েছেন! নন্দীগ্রামের ফল নিয়ে মোদিকে কটাক্ষ ফিরহাদের

বিজেপি সূত্রে খবর, শুক্রবার সকাল ১১ টা নাগাদ কোচবিহার জেলার সীতাকুচিতে জনসভা করবেন অমিত শাহ। এরপর ১২.৩০ নাগাদ আলিপুর জেলার সুভাষিনী চা বাগান ময়দানে রয়েছে আরও একটি জনসভা। উত্তরে দুটি জনসভা সেরে সেখান থেকে অমিত শাহের পরবর্তী কর্মসূচি রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। তৃতীয় দফায় এখানে রয়েছে নির্বাচন। বিকেল ৩টে নাগাদ বারুইপুরের ফুলতলা থেকে পদ্মপুকুর পর্যন্ত অমিত শাহের উপস্থিতিতে রয়েছে রোড শো। এবং সবশেষে বিকেল সাড়ে চারটে নাগাদ হুগলি জেলায় উপস্থিত হবেন অমিত শাহ। আরামবাগ গ্ৰাউন্ড স্ট্যান্ড থেকে গৌরহাটি মো‌ড় পর্যন্ত রোড শো করবেন তিনি।

Advt

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleনন্দীগ্রামে ভোট মিটলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হতে পারে, আশঙ্কা সাংসদ দিব্যেন্দুর