Tuesday, November 11, 2025

মমতার অভিযোগ সত্যি, বিজেপি বুথ সভাপতির ঘর থেকেই উদ্ধার অস্ত্রশস্ত্র সহ তাজা বোমা

Date:

বিধানসভা ভোটের আগেই রাজ্যে দুষ্কৃতী ঢুকছে বলে একাধিকবার সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। এমনকি এইনিয়ে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে নালিশও জানান হয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগকে সত্যি করেই এবার আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির রাজ্যের এক বুথ সভাপতি। শুধু অস্ত্র নয়, বিজেপি নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচুর সংখ্যায় তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। তৃতীয় দফা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এই চান্চল্যকর ঘটনায় রীতিমত রাজ্যজুড়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। সেইসঙ্গে গেরুয়া শিবিরকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

ভোটের আবহে বিজেপি নেতার ঘর থেকে কী কারণে এত পরিমাণ তাজা বোমা ও অস্ত্রশস্ত্র, তা আর বলার অবকাশ রাখে না। তবে অপরাধীকে উচিত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে রাজ্যবাসী।

আরও পড়ুন- প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে বাহিনী,পুলিস ঢুকবেনা, নির্দেশ কমিশনের

পুলিশ সূত্রের খবর, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনই বজবজ থানায় একটি ফোন আসে। তাতে জানানো হয়, বজবজের গোবরঝুড়ি খালের ধারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক ব্যক্তি। তড়িঘড়ি ওই এলাকায় হানা দেয় পুলিশ। সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশও। আর ঘটনাস্থল থেকেই একটি ওয়ান শাটার রিভলবার সহ বিজেপির বুইতা অঞ্চলের ৪ নম্বর মণ্ডলের বুথ সভাপতি বিশ্বজিৎ পোল্লেকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এবার প্রথম নয়, এর আগেও এই বিজেপি নেতার নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল বজবজ থানায়। কিন্তু অনেকদিন ধরেই পলাতক ছিল সে। ভোটের মাঝে কেন এলাকায় ফিরল সে, আর ওয়ান শাটার রিভলবারটি কোথা থেকে পেল সে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, এলাকায় আতঙ্ক বাড়িয়ে সে পুলিশকে জানায়, ভোটের সময় সন্ত্রাস তৈরির জন্য প্রচুর পরিমানে বোমা রাখা হয়েছে। সেই প্রচুর সংখ্যায় বোমাও পুলিশ উদ্ধার করেছে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version