Thursday, December 4, 2025

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ফারুক আব্দুল্লা

Date:

Share post:

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। একে একে করোনা আক্রান্ত(Corona infected) হয়েছেন সচিন সহ বহু ভিভিআইপি। সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি নাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা(Farooq Abdullah)। সম্প্রতি তাঁর পুত্র তথা জম্মু কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা টুইট করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন। আব্দুল্লার দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

ন্যাশনাল কনফারেন্সের অধ্যক্ষ ফারুক আব্দুল্লার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য শনিবার প্রকাশ্যে এলেও, জানা গিয়েছে গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। টুইট করে এদিন ওমর আব্দুল্লা লেখেন, ‘ডাক্তারদের পরামর্শ মতো উপযুক্ত চিকিৎসা ও সঠিক নজরদারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবাকে। ওমর লেখেন এই কঠিন সময়ে যারা আমাদের পরিবারের পাশে রয়েছেন ও প্রার্থনা করছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, গত ২ মার্চ করোনা টিকা নিয়েছিলেন ৮৫ বছর বয়সী ফারুক আব্দুল্লা। তারপর মাত্র এক মাসের মধ্যে এভাবে করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে তার পরিবারে।

আরও পড়ুন:রেললাইনে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর

উল্লেখ্য, লোকসভার সাংসদ তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর টুইট করে তার দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেন, ‘আমি ফারুক আব্দুল্লা দ্রুত সুস্থতা কামনা করছি। একইসঙ্গে ওমর আব্দুল্লাহ ও তার গোটা পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।’ প্রধানমন্ত্রী এই টুইটের প্রত্যুত্তরে ওমর আব্দুল্লা লেখেন, ‘আমার পিতা এবং পুরো পরিবার আপনার এই শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছে প্রধানমন্ত্রীজি।’

Advt

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...