করোনায় আক্রান্ত অক্ষর প‍্যাটেল

করোনায় (COVID-19) আক্রান্ত  হলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। চলতি  আইপিএলে (Ipl) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) রয়েছেন তিনি। আইসোলেশনে আছেন দিল্লির এই ক্রিকেটার।

দিল্লির এক কর্তা বলেছেন, “অক্ষরের কোভিড টেস্ট পজিটিভ এসেছে। ব্যাপারটা টিমের কাছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ওকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। কোভিডবিধি মেনেই সমস্ত কিছু করা হচ্ছে।”

এই মুহূর্তে সমস্ত নিয়ম মেনে চলছেন অক্ষর। দলের ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন তিনি। আপাতত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে অক্ষরকে। অক্ষরসহ গোটা দিল্লি ক্যাপিটালস দল এখন রয়েছে মুম্বইয়ে।

আরও পড়ুন:আইপিএল শুরুর আগেই বিপত্তি, করোনায় আক্রান্ত ৮ মাঠকর্মী

Advt