ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায় জুতো কারখানায়, এখনও হতাহতের খবর নেই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায় জুতো কারখানায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্ক সার্কাস সংলগ্ন তপসিয়া রোডে গোটা রবারের জুতো কারখানায়। সেখানে দাহ্যবস্তু মজুত থাকায় ভস্মীভূত কারখানার একাংশ বলে জানা গিয়েছে। এর জেরে কারখানার দেওয়ালের একটি অংশ ভেঙে পড়েছে বলে খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। টানা চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন-মাস্ক ছাড়া মেট্রোতে? হতে পারে জরিমানা, করোনা আবহে কড়া মেট্রো কর্তৃপক্ষ

শনিবার ভোর ৪ টে নাগাদ তপসিয়ার ওই জুতো কারখানায় আগুন লাগে। কারখানার ছাদ ভেঙে নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আসলে জুতোর কারখানায় চামড়া, আঠার মতো বহু দাহ্য পদার্থ মজুত থাকে। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। কারখানার প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

Advt

Previous articleমাস্ক ছাড়া মেট্রোতে? হতে পারে জরিমানা, করোনা আবহে কড়া মেট্রো কর্তৃপক্ষ
Next articleবিজেপির হয়ে বকলমে মাঠে গিল্ডের সেই কর্তারা?