এবার তার পাল্টা দিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করে বাজপেয়ী জমানার মন্ত্রী তথা অধুনা তৃণমূলের মুখপাত্র যশবন্ত সিনহা (Yashwant Sinha) বললেন, ”প্রথম দু’দফার ভোটে ফলাফল যে খুবই নিরাশাজনক হবে, তা বুঝেছে বিজেপি। তাই গভীর রাতে মোদি-অমিত শাহ-নাড্ডা মিলে বৈঠক করেছেন। হারবে বুঝে বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে। আমরা তা রুখে দেব। আগামী ৬ দফা ভোটে ওদের ফল আরও খারাপ হবে।”
তিনি আরও বলেন, “মিথ্যের চর্চা চলছে বিজেপির অন্দরে। মাইন্ড গেমসে আমাদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণকে সতর্ক করছি। সেসব মাইন্ড গেমস রুখে দিতে আমরা প্রস্তুত। আপনারা নিশ্চিন্তে থাকুন, নন্দীগ্রামে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও সেটা ভালো মতো টের পেয়ে গিয়েছে।”
